এই তৃণমূল সরকার যে জনদরদী সরকার, মানুষের সরকার, আবারও মিলল তার প্রমাণ। কৃষিক্ষেত্রে উন্নয়নের জোয়ার আনতে সমবায় দফতর কৃষকদের ঋণের পরিমাণ ৫ থেকে ৬ গুণ বাড়িয়ে দিয়েছে। সোমবার নেতাজি ইনডোরে পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্ক লিমিটেডের শতবর্ষ উদযাপন এবং সমবায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ ও প্রক্রিয়াকরণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমবায়মন্ত্রী অরূপ রায়, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক স্বর্ণকমল সাহা, সমবায় দফতরের সচিব এমভি রাও প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়কে নতুন মাত্রা দিয়েছেন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই সমবায় ব্যাঙ্কের মাধ্যমে প্রতি ক্ষেত্রেই ঋণের পরিমাণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে। তাঁর কথায়, বাংলার সমবায় আন্দোলন দেশের মধ্যে অন্যতম। সেলফ হেলপ গ্রুপের ক্ষেত্রে আমরা এক নম্বরে। সমবায়েও সেই জায়গায় পৌঁছতে হবে।
পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, নোটবন্দির কারণে গোটা দেশ ধাক্কা খেয়েছে। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এর তীব্র প্রতিবাদ করেছেন। তিনি ছিলেন বলেই বাংলার মানুষ মাথা উঁচু করে সেই ধাক্কা সামলে উঠতে পেরেছে। মুখ্যমন্ত্রী চিরকালই কৃষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেনও।
গতকাল বিধানসভার প্রশ্নোত্তর পর্বেও সমবায়মন্ত্রী জানান, ১৭টি অডিট রিপোর্ট জমা পড়েছে। আমরা কৃষকদের ৫ হাজার ৯৩৬ কোটি ৬১ লক্ষ টাকা শস্যঋণ দিয়েছি। আগামী বছর এটা বেড়ে ৭ হাজার কোটি টাকা হবে। সমবায় ব্যাঙ্কের দুর্নীতি রুখতে অ্যান্টি ফ্রড সেলও হয়েছে। এই কমিটির চেয়ারম্যান একজন জেলা জজ।