তবে কি ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা! বুধবারই পশ্চিম মেদিনীপুরের কাঞ্জিমাকালী জঙ্গলের কাছে খেলার মাঠে মাওবাদী সন্দেহে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মুরাকাটায় মিলল মাওবাদী পোস্টার। সে পোস্টারে হুমকি দেওয়া হয়েছে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সাদা কাগজে লাল কালি বা আলতায় অতি পরিচিত ঢঙে লেখা, ‘পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চাই।’ হুমকি বার্তার নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী।
ওই পোস্টারটি ছাড়াও আরও কয়েকটি পোস্টার উদ্ধার হয়েছে। গতকাল মুরাকাটায় পোস্টারগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শুধু মেদিনীপুরের ঘরের ছেলে শুভেন্দুরই নয়, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মাথা চেয়েও পোস্টার ছড়িয়েছে মাওবাদীরা। সবকটি পোস্টারেই রীতিমতো তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, জঙ্গলমহলের সব তৃণমূল নেতারা সাবধান।
তবে সত্যিই মাওবাদীরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। হাতে লিখে মাওবাদীদের নাম দিয়ে অন্য কোনও রাজনৈতিক দলও এ কাজ করতে পারে বলে অনুমান করছে পুলিশ। গতকাল পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘মুড়াকাটার জঙ্গলে যে পোস্টারগুলি উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে মাওবাদীদের যোগ নেই। অন্তত প্রাথমিক তদন্তে তেমন তথ্যই উঠে এসেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত দেখা হচ্ছে।’
বুধবার ধৃত সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদীপ গোস্বামী এবং টুপু সুলতানকে গড়বেতা আদালতে তোলা হলে বিচারক ৯ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের কাছ থেকে মাও নেতা আকাশের নামের লিফলেট ছাড়াও একাধিক মাওবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে এরা উত্তর ২৪ পরগনা ও বীরভূমের বাসিন্দা।