আজ ১০ অক্টোবর নন্দীগ্রাম দিবস। কৃষি জমি রক্ষার আন্দোলনে তৎকালীন বাম-সরকার আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করে ১৪ কৃষককে। সেই দিনের কথা স্মরণ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ নন্দীগ্রাম দিবস। সূর্যোদয়ের নামে নন্দীগ্রামের নিরীহ গ্রামবাসীদের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছিল তার ১১ তম বার্ষিকী। বাম আমলে হার্মাদবাহিনীর হাতে প্রাণ হারানো সকল শহীদদের জানাই আমার প্রণাম’।
প্রসঙ্গত, বাম আমলে ইন্দোনেশীয়ার সালেম গোষ্ঠীর জনয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্দেশ্যে ১০,০০০ একর জমি অধিগ্রহণ করতে চাইলে স্থানীয় কৃষকেরা প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের স্বার্থের জন্য করা এই আন্দোলনে মমতার পাশে দাঁড়িয়েছিলেন সমজারে সব শ্রেনীর মানুষ। এই আন্দোলন দমন করতে বাম সরকার চার হাজারেরও বেশি সশস্ত্র পুলিশের একটি বাহিনী ওই অঞ্চলে পপাঠায়। এরপরেই কৃষি জমি রক্ষার আন্দোলনে তৎকালীন বাম-সরকার আন্দোলনকারী কৃষকদের উপরে গুলি চালায়। এই ঘটনায় ১৪ জনর মৃত্যু ছাড়াও অনেকে আহত হয়েছিল। আজ নন্দীগ্রামে সেই জমি রক্ষার লড়াই আন্দোলনের স্মরণেই টুইট করে শহীদদের প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী।