বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য বাম শরিকদের আমন্ত্রণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই রাজ্য কমিটির কাছে এই মর্মে চিঠিও গেছে। ফরওয়ার্ড ব্লক রাজ্য সভাপতি নরেন চ্যাটার্জি চিঠির প্রাপ্তি স্বীকার করে বলেন, ‘এই চিঠি পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। সামনের সপ্তাহেই আমাদের রাজ্য কমিটির সভায় আলোচনার পর যা সিদ্ধান্ত হয় জানিয়ে দেব’। মমতার চিঠিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির চরম সাম্প্রদায়িক রাজনীতির কথা বিশদে ব্যাখ্যাও করা রয়েছে বলে জানা গিয়েছে।
কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়নকেও ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মমতার এই কৌশলে সিপিএমের রাজ্য নেতৃত্ব কিছুটা হলেও অস্বস্তিতে। তাছাড়া আলিমুদ্দিনের কোনও নেতার কারও এ ব্যাপারে একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও নেই। তবে নিজেদের দলের বিষয়ে নিশ্চিত হলেও শরিকদের সম্পর্কে খানিকটা সন্দিদ্ধ তাঁরা। ফরওয়ার্ড ব্লক ও আরএসপি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে তাঁরা। কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়ার ব্যাপারে শরিক দলগুলির মধ্যে থেকে জোরালো আপত্তি ওঠার পরিপ্রেক্ষিতে তাঁদের এই উদ্বেগ আরও বেড়েছে।