বাঙালি বলতে কি লজ্জা পায় সিপিএম?
আসামে ৫ বাঙালি খুনের ঘটনার ২৪ ঘণ্টা পর টনক নড়েছিল সিপিএমের। সম্প্রীতির আহ্বান জানিয়ে নমো নমো করে ধর্মতলায় প্রতিবাদ মিছিল করেছে তারা। সিপিএম। কিন্তু তাদের প্রতিবাদের ধরন দেখে প্রশ্ন উঠেছে, বাঙালি বলতে, বাঙালি পরিচয় দিতে কি লজ্জা পায় সিপিএম?
নাগরিকপঞ্জী নিয়ে আসামে বিজেপি এবং আরএসএস যে বাঙালি বিদ্বেষ পরিবেশ তৈরি করেছে ৫ বাঙালি খুন তারই পরিণতি। অথচ দলীয় পতাকা নিয়ে সিপিএমের মিছিলে উঠে এল, ‘নিরীহ মানুষ’-কে হত্যার নিন্দা। এই দেখেই ওয়াকিবহাল মহলের প্রশ্ন, খুন হওয়া মানুষদের কি সিপিএম বাঙালি বলে মানছে না? যদি মানে, তাহলে পোস্টারে, স্লোগানে তার উল্লেখ নেই কেন?
আসামে বিজেপির বাঙালি বিদ্বেষ ছড়ানো নিয়ে একটা কথাও বলেনি সিপিএম। এনআরসি তালিকায় নাম না ওঠায় যে বাঙালিরা আত্মহত্যা করেছেন তাদের জন্যও একটা শব্দও খরচ করেনি সূর্য-সুজনেরা। এসব দেখেই ওয়াকিবহাল মহলের মতো বাংলার বাঙালিদের প্রশ্ন, বাঙালিকে বাঙালি বলতে কি লজ্জা পায় সিপিএম?