গুলিতে ঝাঁঝরা দেহ। ধর থেকে মুণ্ডু আলাদা করে পাকিস্তানি সেনা খুন করেছে বিএসএফ-এর হেড কনস্টেবল নরেন্দ্র সিং-কে। কিন্তু তারপরেও চুপ মোদী সরকার। এই মৌনতাকেই হাতিয়ার করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। মোদীকে কটাক্ষ করে দলের মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা প্রশ্ন, ‘কোথায় গেল আপনার ৫৬ ইঞ্চির ছাতি?’ এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নিন্দার ঝড়। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, ওপার থেকে গুলি চললে এপার থেকে জবাব যাবে। কারণ, এপারে একজন ৫৬ ইঞ্চি ছাতির লোক আছে। কিন্তু কার্যক্ষেত্রে তার উল্টোটাই ঘটছে বলে বিরোধীদের দাবি।
এটাই প্রথমবার নয়। ২০১৩ সালের জানুয়ারিতেও ল্যান্স নায়েক হেমরাজের মাথা কেটে খুন করেছিল পাক বাহিনী। গত বছর কৃষ্ণঘাঁটি সেক্টরেও একই কাণ্ড ঘটিয়েছিল পাক সেনা। প্রথমে নিয়ন্ত্রণ রেখা বরাবর রকেট ও মর্টার হামলা চালায় তারা। তারপর ২২ শিখ রেজিমেন্টের জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবাদার পরমজিৎ সিং ও বিএসএফের ২০০ ব্যাটালিয়নের হেড কনস্টেবল প্রেম সাগরকে পাশবিক অত্যাচার চালিয়ে দেহ ছিন্নভিন্ন করে তাঁদের খুন করে পাক সেনা।
এই সূত্রেই ‘৫৬ ইঞ্চির ছাতি’-র প্রসঙ্গ তুলে মোদীকে বিঁধেছে কংগ্রেস। মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালার প্রশ্ন, ‘প্রথমে হেমরাজ এখন নরেন্দ্র সিং। সেনারা আমাদের দেশের আত্মা। আর পাকিস্তান তাঁদের ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়ে খুন করছে। আজ মোদীজি কোথায়? এটা কি মোদীজির বিবেকে নাড়া দিচ্ছে না? কোথায় গেল আপনার ৫৬ ইঞ্চির ছাতি?’