বাংলা বিনিয়ােগের আদর্শ জায়গা। নতুন বছর ২০১৯ সালের ৭-৮ ফেব্রুয়ারি, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায়। জার্মানির ডুসেলডর্ফ থেকে এক শীর্ষ বাণিজ্য প্রতিনিধি দল এবারের বিশ্ববাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন। মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের শীর্ষ বাণিজ্য প্রতিনিধিদের সম্মেলনের পরে একথা জানালেন খােদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত দু’বছর ধরে একাধিক পার্টনার কান্টির মধ্যে জার্মানি ছিল প্রথম সারিতে। ইতিমধ্যেই শিল্প সম্মেলনের জন্য বিটুবি, বিটুজি বৈঠক করা নিয়ে ওয়েবসাইটে ফর্ম পূরনের প্রক্রিয়া জোড়কদমে শুরু হয়ে গেছে। রাজ্যে আরও বিনিয়ােগ এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে নিউটাউনের বিশ্ববাংলাকনভেনশন সেন্টারেই এবারেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। গত বছর বিশ্ববাণিজ্য সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যে প্রস্তাবিত বিনিয়ােগ এসেছিল ২ লক্ষ ১৯ হাজার কোটি টাকা। গতবছরই প্রত্যক্ষ ও পরােক্ষ ভাবে ২০ লক্ষ কর্ম সংস্থান সৃষ্টি হয়েছিল। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মধ্যে দিয়ে এ যাবৎ সাড়ে ৯ লক্ষকোটি টাকার প্রস্তাবিত বিনিয়ােগ এসেছে রাজ্যে। এরমধ্যে সাড়ে ৩ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়ােগ বাস্তবে রূপায়িত হয়েছে। বৃহৎ থেকে ক্ষুদ্র শিল্প-শিল্পায়নের। প্রসারে রাজ্য সরকার উদ্যোগপতিদের পাশে সর্বতভাবে দাঁড়িয়েছে। জার্মানির বণিক মহলের কাছে এদিন উন্নয়নের বাংলাকেই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
