কন্যাশ্রীর হাত ধরে সুন্দরবনের মেয়েরা এবার উড়ে যাচ্ছেন ডেনমার্ক। ১৯১২ সালে কবিগুরু রবীন্দ্রনাথের ডেনমার্ক পদার্পণকে স্মরণে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ডেনমার্কের শিল্পপতি হলডর টপসো পরিবার এবং স্বেচ্ছাসেবী সংস্থা আইজিএফ। তারাই সুন্দরবনের বাসন্তী ব্লকের বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ১১ জন ছাত্র-ছাত্রী-সহ মোট ১৭ জনের দলকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ডেনমার্কে মূলত নৃত্য প্রতিযোগিতায় অংশ নেবেন এই কন্যাশ্রীর মেয়েরা। রাজধানী কোপেনহেগেন ছাড়াও জিল্যাণ্ড এবং ফুইনেন দ্বীপে মোট ১২ টি অনুষ্ঠান করবে তারা। সুন্দরবনের সংস্কৃতি, লোকসঙ্গীত, বাউলগান সুন্দরবনের লোকগান এবং রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য প্রদর্শনই এই যাত্রার মুখ্য উদ্দেশ্য।
আজ শনিবার ডেনমার্ক উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে ১০ হাজার টাকা অর্থ সাহায্য করেছেন।
১৭ জনের এই সাংস্কৃতিক দলে অনাথ ছাত্রী থেকে বাঘে খাওয়া পরিবারের সন্তানেরাও আছেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে যাচ্ছেন ২ জন সঙ্গীত শিক্ষক, নৃত্য শিক্ষিকা এবং তবলাবাদক।




