করোনাভাইরাস মহামারী নিয়ে যাতে কোনও ভুয়ো খবর বা গুজব সহজে না ছড়ায়, তা নিশ্চিত করতে যথেচ্ছ মেসেজ ফরোয়ার্ডে নিষেধাজ্ঞা আরোপ করল হোয়াটসঅ্যাপ। গত কয়েক মাস ধরেই করোনা-আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। উপযুক্ত তথ্যপ্রমাণ ও গবেষণা ছাড়াই ছড়িয়ে গিয়েছে নানা তত্ত্ব ও তথ্য। আর এ ছড়ানোর মাধ্যম হিসেবে মূলত হোয়াটসঅ্যাপ বেশি করে ব্যবহৃত হয়েছে। ফলে এই নিয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।
জানা গেছে, কোনও ফরোয়ার্ডেড মেসেজ অর্থাৎ অন্য কারও থেকে পাওয়া মেসেজ শুধু একটি চ্যাটেই ফরোওয়ার্ড করার যাবে এখন থেকে। আগে একসঙ্গে ৫টি চ্যাটে মেসেজ ফরোয়ার্ড করা যেত। ৭ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা।
গুজব যাতে কোনোভাবে না ছড়ায় তাই নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাংলাতেও বারবার একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরমধ্যেই করোনা-আতঙ্ক বাড়িয়ে ছড়িয়েছে ভুয়ো মেসেজ।






