শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এবার প্রথম ম্যাচেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে লেস্টার সিটির বিপক্ষে।
প্রথম দিনেই মাঠে নামবে টুর্নামেন্টের প্রাক্তন দুই চ্যাম্পিয়ন। বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ডে লিস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গত কয়েক বছর ধরেই বাজে সময় কাটছে তাদের। ২০১২-১৩ মরসুমে সর্বশেষ লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রেড ডেভিলসরা। কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই আর কোনো লিগ শিরোপার দেখা মেলেনি ইউনাইটেডের।
হোসে মরিনহো গত দুই বছর ধরে লিগ শিরোপা জয়ের সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। নতুন মরসুমে কী পারবেন ম্যানইউর হারানো ঐতিহ্য ফেরাতে? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
ইংলিশ প্রিমিয়ার লীগের সঙ্গে একই দিনে শুরু হচ্ছে ফ্রান্সের লীগ ওয়ান। ফ্রেঞ্চ লীগের উদ্বোধনী ম্যাচে আজ ঘরের মাঠে তুলুসের বিপক্ষে নামবে অলিম্পিক মার্সেই।আগামী ১৭ ও ১৮ই আগস্ট যথাক্রমে লা লিগা ও সিরি আ’র নতুন মরসুমের শুরু হবে। ২৪শে আগস্ট শুরু হচ্ছে বুন্দেসলিগা।