কলকাতা : শহরে ফের পা পড়তে চলেছে ‘ফুটবলের রাজপুত্রে’র। আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আসছেন লিওলেন মেসি।(Lionel Messi)তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। মেসিকে সংবর্ধনা দিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শোনা যাচ্ছে, বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীর হাতে লক্ষাধিক টাকার অনুদান তুলে দেবেন স্বয়ং লিও।
সম্প্রতিই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে উত্তরবঙ্গ। ত্রাণ ও পুনর্বাসনের কাজে নিজে অক্লান্তভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য ত্রাণ তহবিলে নিজে ৫ লক্ষ টাকা দান করেছেন। এবার জানা গেল, আর্জেন্টাইন তারকা(Lionel Messi)মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকা তুলে দেবেন। জানা গিয়েছে, মেসির ভারত সফরে যে টাকা উঠবে সেখান থেকেই এক স্পনসর মারফত সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, কলকাতা থেকে মেসি যাবেন মুম্বই, আহমেদাবাদ, দিল্লিতেও। ১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চ ভাগ করে নিতে পারেন বলিউড তারকা অমিতাভ বচ্চনও।




