কলকাতা: বাংলায় এবার শীতের আগমন! আগামী ২দিনেই বিদায় নেবে বর্ষা। ক্রমে পূবালী ও দক্ষিণ পূর্বের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দেখা যাবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।(Weather Office)
হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে বাংলা থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া দেখা দিচ্ছে বাংলায়। রাতের দিকে ইতিমধ্যেই জেলাগুলিতে শিরশিরানি অনুভব দেখা দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
হাওয়া অফিস(Weather Office) জানিয়েছে, আপাতত আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রার খুব একটা বেশি হেরফেরও হবে না। দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। রাতে শিশির পড়বে। সকালের দিকে থাকবে হালকা কুয়াশা।

আবহবিদরা জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমের বাতাসের সংস্পর্শের কারণে ভোরের দিকে কুয়াশা, ধোঁয়াশার পরিস্থিতি থাকতে পারে। বাতাসে জলীয় বাস্পের প্রভাব থাকায় হেমন্তের চেনা শিরশিরানি এখনই অনুভূত হবে না। এই মুহূর্তে কলকাতাতে এখন আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বাতাসের প্রভাব কমবে। ভোরের দিকে মহানগরে কুয়াশার উপস্থিতি দেখা যাবে।
উল্লেখ্য, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরলের মাহে, তামিললাড়ুর পণ্ডিচেরি এবং করাইকালে। কেরালা ও সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে।




