মিরিক: দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) এবার মিরিক পরিদর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো।
বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা কখনও পায়ে হেঁটে আবার কখনও গাড়িতে খতিয়ে দেখেছেন। কথা বলছেন মানুষের সঙ্গে, তুলে দিচ্ছেন ত্রাণ। সেই মতো আজ মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে যান প্রশাসনিক প্রধান। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি।(Mamata Banerjee) একেবারে দিদির মতো তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
মিরিকের রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। পরে সেখানের একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি পড়ুয়াদের হাতে খাতা পেন্সিল, ছোটদের হাতে টেডি বিয়ার তুলে দেন তিনি।

প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। যদিও বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছেন সেখানকার সাধারণ মানুষ। এই বিপর্যয়ে মিরিকে সবথেকে বেশি ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা, বহু জায়গায় নামে ধস। ভেঙে গিয়েছে বহু বাড়ি ঘর। এমনকী একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবরও মিলেছে। সেখানকার মানুষের পাশে থাকতে মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




