কলকাতা: দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) দুর্ঘটনায় বিপর্যস্ত এলাকা পর৮দর্শন করেছেন মুখ্যমন্ত্রী। বুধের দুপুরেই প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। তার আগেই পাহাড়ের মানুষদের সঙ্গে কথা বললেন তিনি। পাহাড়ি রাস্তায় জনসংযোগে মুখ্যমন্ত্রী। রাস্তার দু’পাশে দাঁড়ানো বাসিন্দারা তাঁকে অভ্যর্থনা জানালেন।
সপ্তাহখানেক আগে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। রাজ্যের চেষ্টায় স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। বাড়ি ভেঙে যাওয়ায় এখনও বিভিন্ন এলাকার ত্রাণ শিবিরে রয়েছেন বহু মানুষ। অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত। ধসের জেরে বন্ধ বেশ কয়েকটি রাস্তা। পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)

গত রবিবার ফের উত্তরবঙ্গ গিয়েছেন মমতা। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। আজ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ পরবর্তী পাহাড়ের পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট নেবেন তিনি। তার আগে এদিন সকালে রোদ ঝলমলে দার্জিলিংয়ের রাস্তায় পায়ে হেঁটে ঘোরেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। পথে স্থানীয়দের সঙ্গে হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন তিনি। এগিয়ে গিয়ে কথা বলেন দু’একজনের সঙ্গে।




