কলকাতা: বিদায় নিয়েছে বর্ষা! কিন্তু বৃষ্টি এখনও অব্যাহত বাংলায়। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি!(Weather Update) যার ফলে শীতের আগমনের অনুভূতির সাথেই বৃষ্টিতে ভিজবে রাজ্য। এরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৫ অক্টোবর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। ২৭ অক্টোবর এটি এগিয়ে যাবে তামিলনাড়ু উপকূলের দিকে। তারপর এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর এগিয়ে যেতে পারে আরব সাগরের দিকে।(Weather Update)
হাওয়া অফিস সূত্রে খবর, আরবসাগরের দিকে সরে গেলে বাংলার জন্যই ভালো। কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে নিস্তার মিলবে না। প্রসঙ্গত, আপাতত কয়েকদিনে বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি হাওয়া অফিস। ধীরে ধীরে তাপমাত্রা কমবে পশ্চিমের জেলাগুলিতে। ভোর ও রাতের দিকে অনুভূত হবে শীতের আমেজ।

চলতি বছরে নিম্নচাপের কারণে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির দাপট জারি থেকেছে বাংলায়। এমনকি দুর্গাপুজোর কিছুদিন আগে ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় কলকাতা। দুর্গাপুজোর দিনগুলিতেও অব্যাহত থাকে বৃষ্টি। এখানে পরিস্থিতিতে প্রশ্ন শুধু একটাই কবে বিদায় নেবে বর্ষা! কিছুদিন আগেই বর্ষা বিদায়ের খবর দিয়েছিল হাওয়া অফিস। তাতে কিছুটা স্বস্তি পেলেও নিম্নচাপের খবর দিয়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।




