রায়পুর : ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত ছত্তিশগড়। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বহুলজনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে সে রাজ্যে চালু হয়েছিল ‘মহতারী বন্দন যোজনা’ (মাতৃবন্দন যোজনা)। এবার অভিযোগ উঠল, সেই প্রকল্প থেকে হঠাৎ করে বাদ গিয়েছে কয়েক লক্ষ মহিলার নাম! দাবি করা হচ্ছে, গত কয়েক মাসের মধ্যে বাদ পড়েছেন প্রায় পাঁচ লক্ষ উপভোক্তা।
‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে মহিলা-ভাতা চালু হয়েছে। তার মধ্যে অন্যতম মহারাষ্ট্রের ‘লাড়কী বহীণ’ প্রকল্প। কয়েক মাস আগে অভিযোগ ওঠে, মহারাষ্ট্রে ওই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেয়েছেন প্রায় ১৪ হাজার পুরুষও। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এ বার ছত্তিশগড়েও মহিলা-ভাতা ঘিরে দানা বাঁধল বিতর্ক।
রায়পুর থেকে ভার্চুয়াল মাধ্যমে গতবছরই ‘মহতারী বন্দন যোজনা’র আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় সে রাজ্যের ৭০ লক্ষ ১২ হাজার মহিলার সুবিধা পাওয়ার কথা। ২১ বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পান এই প্রকল্পে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা এক সরকারি নথিতে দেখা যাচ্ছে, প্রকল্পের টাকা পেয়েছেন ৬৪ লক্ষ ৯৪ হাজার মহিলা। অর্থাৎ, প্রথমে যা ঘোষণা করা হয়েছিল, তার চেয়ে উপভোক্তা কমে গিয়েছে প্রায় পাঁচ লক্ষ!

এহেন তথ্য প্রকাশ্যে আসার পরই বিজেপিকে একহাত নিয়েছে কংগ্রেস। তাদের দাবি, যে মহিলারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, সেই মহিলা ভোটারদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছে পদ্মশিবির। কংগ্রেসের মুখপাত্র ধনঞ্জয় সিংহ ঠাকুরের অভিযোগ, অযৌক্তিক এবং ইচ্ছাকৃত ভাবে হাজার হাজার মহিলার নাম বাদ দিয়েছে সরকার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী যখন এই প্রকল্পটি চালু করেন, তখন ৭০ লক্ষ মহিলা প্রথম কিস্তি পেয়েছিলেন। কিন্তু ২০ তম কিস্তিতে দেখা যাচ্ছে, পাঁচ লক্ষেরও বেশি মহিলা বাদ পড়েছেন। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যের প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু সরকার গঠনের পরে তারা নতুন শর্ত চাপাচ্ছে। তারা ছত্তিশগড়ের মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।”
উল্লেখ্য, এর আগেও বিতর্কের সূত্রপাত হয়েছিল ছত্তিশগড়ের মহিলা ভাতা নিয়ে। গত বছরের ডিসেম্বরে দেখা যায়, ‘সানি লিওনি’ নামে এক উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পরে তদন্তে উঠে আসে, ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলে প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন বীরেন্দ্র জোশী নামের এক ব্যক্তি।




