কলকাতা: ফের মেট্রো নিয়ে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। সপ্তাহান্তেই বিভ্রাট কলকাতা মেট্রোতে। ইতিমধ্যেই বিভ্রাটের জেরে গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা। বেশিরভাগ মেট্রোই চলছে ধীরগতিতে। সমস্যার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়।
মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলার দিকে দমদম মেট্রো স্টেশনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয়। তার ফলে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। আবার এদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবাও অনিয়মিত। একের পর এক স্টেশনে থমকে যাচ্ছে মেট্রো। তার ফলে গন্তব্যে পৌঁছতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় নষ্ট হচ্ছে যাতায়াতকারীদের।

এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের অভিযোগ, একে তো মেট্রো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ছে। তার উপর আবার মেট্রো স্টেশনগুলিতে ঘোষণাও স্পষ্ট নয়। মেট্রোর চালকও কোনও জবাব দিতে পারছেন না। সবমিলিয়ে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
প্রসঙ্গত, সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে যাতায়াতকারীদের ক্ষোভের অন্ত নেই। দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছনো, মেট্রোর দরজা বন্ধ না হওয়া, একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় জেরবার যাত্রীরা। তাঁদের দাবি, নয়া তিন রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’ হয়ে গিয়েছে।




