মুর্শিদাবাদ : ভূস্বর্গের বুকে দেশরক্ষায় কাজে গিয়ে শহীদ হলেন ২ বঙ্গসন্তান। তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল বাংলার দুই জওয়ান পলাশ ঘোষ ও সুজয় ঘোষের। তাঁদের অকালমৃত্যুতে শোকের ছায়া রাজ্যে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রামের বাসিন্দা পলাশ। আর সুজয়ের বাড়ি বীরভূমের রাজনগর কুন্ডিরায়।
বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চলায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো, ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ (৩৮) ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ (২৮)। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। দুই প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী।
এরপর তুষারাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর। পলাশের বাড়িতে রয়েছেন বাবা-মা, দুই কন্যা ও স্ত্রী। শনিবার সকালে এই খবর পেয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। দাদা মৃগাঙ্ক ঘোষ জানিয়েছেন, “ষষ্ঠীর দিন টোটোতে ভাইকে এগিয়ে দিই। ও যে আর ফিরবে না, ভাবতে পারিনি।” আর এক জওয়ান সুজয়ের বাবা কৃষক। বাড়িতে রয়েছেন দাদা। ২০১৮ সালে সুজয় যোগ দেন সেনাবাহিনীতে। প্যারা কমান্ডার ৫ গ্রুপের সৈনিক ছিলেন তিনি।




