যোধপুর: ১০০ নম্বরের পরীক্ষায় পড়ুয়ারা পেয়েছেন ১২০! নম্বর দেখে চক্ষু চড়ক গাছ সকলের। ১০০ তে ১২০ নম্বর দেখে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরাও। এ নিয়ে হইচই শুরু হয়। ফলে চাপের মুখে পড়ে কোনও কিছু না জানিয়েই রেজাল্টটি তুলে নেয় বিশ্ববিদ্যালয়।
এমনই অস্বাভাবিক এবং বিতর্কিত ঘটনার সাক্ষী রইল যোধপুরের এমবিএম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। বিটেকের দ্বিতীয় সেমিস্টারের ফলপ্রকাশ করতেই এই কাণ্ড সামনে আসে। রেজাল্টে দেখা যায় ছাত্রছাত্রীরা ১০০ তে ১২০ নম্বর পেয়েছেন। সমস্যার মুখে পড়েন পড়ুয়ারা।
যদিও ওয়েবসাইটে এই ফলপ্রকাশের পরে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই রেজাল্ট তুলে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তাতেও বিতর্ক কিন্তু থামছে না। এই ঘটনার জেরে শিক্ষাব্যবস্থার দিকে উঠছে আঙুল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উপাচার্য অধ্যাপক অজয় শর্মা বিষয়টি স্বীকার করেছেন। ভুল স্বীকার করে তিনি বলেন, “১৫-২০ মিনিটের জন্য ওয়েবসাইটে ওই ফলাফল ছিল। দুর্ঘটনাবশত এই কাণ্ড ঘটেছে।” আবার ছাত্রছাত্রীরা জানাচ্ছেন এই প্রথমবার নয়, আগেও এমন ভুল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই বিষয়ে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যোধপুর জেলা সভাপতি ডঃ বাবলু সোলাঙ্কির নেতৃত্বে ছাত্ররা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তিনদিনের মধ্যে ঘটনার কারণ জানতে চেয়েছেন তারা।




