কলকাতা: বুধবার দুপুরে বিধ্বংসী আগুন যোধপুর পার্কের পালবাজারে৷(Jodhpurpark Fire )কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ভয়াবহ আকার নেয় আগুন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকল আধিকারিকরা।
এদিন দুপুরের বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে।(Jodhpurpark Fire)এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতেও। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনার খবর পেয়েই এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন।
তবে দুপুরে এই ঘটনা ঘটায় সেই সময় বাজারে তেমন ভিড় ছিল না। প্রায় সমস্ত দোকানই ছিল বন্ধ। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা।
আগুন কীভাবে লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। যদিও অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।




