কলকাতা : বৃহস্পতিবারই পিংলায় বিড়লা ওপাসের কারখানা(Birla Opus Factory)উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই স্থগিত হয়ে গেল তা। আর সেই কর্মসূচি বাতিলের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলাম বৃহস্পতিবার আমার বিড়লা ওপাসের কারখানা উদ্বোধনের কথা আছে। কারখানা তৈরি। আধঘণ্টা পর মেসেজ এল। লিখেছে শরীর খারাপ। আচমকা অনুষ্ঠান বাতিল করার জন্য দুঃখপ্রকাশ করেন। আমি বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চাই না। আমার মনে হয় এটা হাইলোডেড ভাইরাসের কাজ। সবাইকে হুমকি দিচ্ছে।”
মমতার কথায়, “সবসময় বিমাতৃসুলভ আচরণ। এরা দেশকে শেষ করে দেব। উদ্ধতদের সরকার। মনে রাখবেন কিছুই চিরস্থায়ী নয়।” তবে ওপাসের রং কারখানা(Birla Opus Factory)স্থগিতের ষড়যন্ত্রের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কারও নাম নেননি। তবে রাজনৈতিক মহলের মতে, এই প্রসঙ্গে বিজেপিকেই তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, খড়গপুর গ্রামীণ থানার চৌরঙ্গী এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি হয়েছে বিড়লা ওপাসের রং কারখানা। ৮৬ একর জমিতে তৈরি হয়েছে কারখানাটি। বিড়লা গোষ্ঠীর তরফে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেই খবর। এই কারখানায় বহু মানুষ কাজ পাবেন বলেই আশা স্থানীয়রা। আচমকা কারখানা উদ্বোধন স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ প্রত্যেকে।




