কলকাতা : শহরে ফের দেখা দিল মেট্রো-বিভ্রাট(Metro Disruption ) মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে হঠাৎই যান্ত্রিক গোলযোগের সূত্রপাত হয়। যার ফলে এই দুই স্টেশনের মধ্যে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকাল থেকে সব কিছু ঠিক থাকলেও হঠাৎ করেই যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। জানা যায়, দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যা ধরা পড়ে। এরপরেই সংশ্লিষ্ট এই মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। প্রায় ১১ টা থেকে পরিষেবা বন্ধ থাকে।
উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিকবার মেট্রো বিভ্রাটের(Metro Disruption)সাক্ষী হয়েছেন যাত্রীরা। শুধুই যান্ত্রিক গোলযোগ নয়, অতিরিক্ত বৃষ্টিতে টানেলে জল ঢুকে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টার বন্ধ রাখতে হয়েছে পাতালপথে মেট্রো পরিষেবা। স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।




