শিলিগুড়ি : মঙ্গলবার বন্যাবিপর্যস্ত দুধিয়া পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দুধিয়ায় বালাসন নদীর উপর নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও বেইনি ব্রিজ তৈরির কাজ করছে সেনাবাহিনী। সেখানে ব্রিজ তৈরির কাজ কতটা দ্রুতগতিতে হচ্ছে, সেই বিষয়টিও খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক বিপর্যয়ে(Natural Disaster)দুধিয়ায় সেতু ভেঙে গিয়েছে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল এই সেতু। ফলে যোগাযোগ ব্যবস্থায় প্রবল সমস্যা দেখা দিয়েছে। অনেকটা ঘুরপথে আপাতত চলছে যাতায়াত।
পাহাড়ে নতুন করে বৃষ্টি না হওয়ায় বালাসন নদীর জলস্তরও অনেকটাই কমেছে। কিন্তু দুধিয়ায় ভেঙে পড়া লোহার সেতুর পরিস্থিতি রীতিমতো বিপজ্জনক হয়ে রয়েছে। পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, আতঙ্কের কিছু নেই। পুরনো সেতুর পাশেই ইতিমধ্যে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। সেতুটি তৈরি করতে খরচ হবে ৫১ কোটি ৩৭ লক্ষ টাকা। সেতু তৈরির কাজ শেষ হবে আগামী বছরের জুলাই মাসে। তার আগে সেনাবাহিনী বিকল্প বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু করেছে সোমবার থেকেই। (Natural Disaster)
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, দুধিয়া সেতুটি নতুন করে নির্মাণ করা হোক। রাজ্য সরকার সেই দাবিকে মান্যতা দিয়েই সময় বেধে দিয়ে নতুন কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। সেতুটি তৈরি হলে দুধিয়াকে ঘিরে পর্যটন শিল্প বিকাশের পথ সুগম হবে বলেই আশাবাদী শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।




