প্রতিবেদন : গত জুলাইয়ে তাঁর পরপর তিনবার উইম্বলডন জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন ইয়ানিক সিনার। রবিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে সেই সিনারকেই হারালেন তরুণ স্পেনীয় টেনিস তারকা কার্লোস আলকারাজ। জিতে নিলেন দ্বিতীয় ইউএস ওপেন তথা কেরিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম।(Grand Slam) ম্যাচ হল কার্যত একতরফা। আলকারাজের সামনে প্রায় নিষ্প্রভই রইলেন সিনার। ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে সিনারকে হারালেন আলকারাজ।
এদিন দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর বয়সে ছ-ছ’টি গ্র্যান্ড স্ল্যাম(Grand Slam) জিতে নজির গড়লেন স্পেনীয় তারকা। তালিকায় প্রথম স্থানে বিয়র্ন বর্গ। আলকারাজ দু’বার ইউএস ওপেনের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনও জিতেছেন দু’বার করে। তাছাড়াও সিনারকে হারিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। এর আগে টানা ৬৫ সপ্তাহ এক নম্বরে ছিলেন ইতালীয় তারকা।
রবিবার ফাইনাল শুরু হয় খানিকটা দেরি করেই। কারণটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনালের লড়াই দেখতে তিনিও হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। তাঁর জন্য বাড়তি নিরাপত্তার কারণে ম্যাচ শুরু করতে কিছুক্ষণ দেরি হল। খেলা শুরুর পর কোর্টে রীতিমতো দাপট দেখান আলকারাজ। প্রথম সেটে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন সিনারকে। দ্বিতীয় সেটে অবশ্য চেনা মেজাজে ফিরে আসেন সিনার। ৬-৩ ব্যবধানে জেতেনও। কিন্তু এর পরের দুই সেটে আলকারেজের সামনে পর্যুদস্ত হলেন তিনি। তৃতীয় এবং চতুর্থ সেট ৬-১, ৬-৪ ব্যবধানে জিতে চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের দু’টিই নিজের ঝুলিতে পুরে ফেললেন আলকারাজ। নিলেন উইম্বলডন ফাইনালে হেরে যাওয়ার মধুর প্রতিশোধ।
উল্লেখ্য, এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে আলকারাজ-সিনারের দ্বৈরথের সাক্ষী রইল টেনিসবিশ্ব। ফরাসি ওপেনের ফাইনালে সিনার প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে খেতাব জিতে নেন আলকারাজ। উইম্বলডন ফাইনালে শেষ হাসি হেসেছিলেন সিনার। আর সোমবার ইউএস ওপেন ফাইনালে সিনারকে টেক্কা দিলেন আলকারাজ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ, তা বলাই বাহুল্য।
জয়ের পর সিনারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আলকারাজ। বলেন, “আমার পরিবারের থেকেও অনেক বেশি কাছের তুমি। তোমার সঙ্গে কোর্ট এবং লকার রুম ভাগ করে নিতে দারুণ লাগে। অনেক কিছুই শিখেছি তোমার কাছে। আমাদের এই দ্বৈরথ দু’জনকেই আরও ভালো খেলোয়াড় হতে সহযোগিতা করেছে।” অন্যদিকে সিনার বলেন, “যোগ্য খেলোয়াড় হিসাবেই ইউএস ওপেন জিতেছে আলকারাজ। ওকে অনেক শুভেচ্ছা। আমার থেকে অনেক ভালো খেলেছ। তবে আমিও আমার সেরাটাই দিয়েছিলাম।”




