লখনউ : ফের মধ্যযুগীয় নৃশংসতার ছবি ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। এবার ডাইনি(Witch) অপবাদে সোনভদ্রে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মারধর করা হল তাঁর স্বামীকেও। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ওবরা থানায় পারসোয়ি গ্রামে। সূত্রের খবর, সন্ধ্যায় তাদের কাছে খবর আসে গ্রামবাসীদের কয়েক জন ছর সাতান্নের বাবুলাল কাঁওয়ারের বাড়িতে চড়াও হন।
এরপর বাবুলাল এবং তাঁর স্ত্রী রাজবন্তীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে বার করে নিয়ে আসেন। তার পর শুরু হয় মারধর। এক গ্রামবাসী গুলাবের নেতৃত্বেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। রটিয়ে দেওয়া হয়, বাবুলাল এবং তাঁর স্ত্রীর জন্যই গ্রামে নানা রকম অসুখবিসুখ এবং অশান্তি হচ্ছে। ওঁরা নাকি তুকতাক ও কালাজাদু করেন!(Witch)

জানা গিয়েছে, এই ধরনের কথা বলে গ্রামবাসীদের প্ররোচিত করা হয়েছিল। আর তার পরই গ্রামবাসীদের কয়েক জন বাবুলাল এবং তাঁর স্ত্রীর উপর হামলা চালান। বাবুলাল এবং তাঁর স্ত্রী রাজবন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজবন্তীর। আধমরা অবস্থায় উদ্ধার করা হয় বাবুলালকে।




