মুম্বই: জঙ্গি হামলার(Terrorist Attack) ছকে ফের চাঞ্চল্য ছড়াল মুম্বইতে। সারা শহরে ৩৪টি মানববোমা! শুক্রের সকালে এমনই খবর পায় মুম্বই পুলিশ। কমপক্ষে ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরণ ঘটাবে মুম্বইয়ে। মুম্বইয়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই খবর আসতেই সারা শহরের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়। শেষ পাওয়া খবর প্নুসারে, তল্লাশি এখনও জারি আছে।
জানা যাচ্ছে, শুক্রবার সকালেই এই হুমকিবার্তা আসে। মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি আসে। সেই বার্তাতেই জানানো হয়, মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে ওই বোমায়। একসঙ্গে সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। নানা এলাকায় চলছে তল্লাশি। নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকিতে দাবি করা হয়েছিল, ১৪জন পাকিস্তানি জঙ্গি মুম্বইয়ে ঢুকে লুকিয়ে রয়েছে।(Terrorist Attack) সেই দাবি ঘিরেও চলছে চিরুনিতল্লাশি। এর মধ্যেই পুলিশের মতে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বই শহরকে। কিন্তু তাতেও বোমাতঙ্ক নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।




