প্রতিবেদন : তাহলে কি সাম্বা ফুটবলে নয়া যুগের সূচনা হল কার্লো আনচেলোত্তির হাত ধরে? গত তিন ম্যাচের পরিসংখ্যানে চোখ রাখলে তা মনে হওয়াটা আশ্চর্যের নয়। প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট আগেই পাকা করে ফেলেছিল সেলেকাও-বাহিনী। আর শুক্রবার ফের সাম্বা-জাদুর সাক্ষী রইল মারাকানা। ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের(FIFA World Cup Qualifiers) ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। এই নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত রইল আনচেলোত্তির প্রশিক্ষণাধীন দল।
শুক্রবার ৪-২-৩-১ ছকে ব্রাজিলের একাদশ সাজিয়েছিলেন কোচ আনচেলোত্তি। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল সেলেকাওদের পায়ে। ম্যাচের পঞ্চম মিনিটে রাফিনহার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে চিলির জালে বল জড়ান ক্যাসেমিরো। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ৩৮তম মিনিটে বক্সের ভেতর থেকে রাফিনহার শট প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ে লাগে। এরপর একটি দুর্দান্ত ওভারহেড কিকে ব্রাজিলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।

এরপর ম্যাচের ৭২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা লুকাস পাকুয়েতা। লুইজ হেনরিকের নিখুঁত ক্রস থেকে হেড দিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি। এর ঠিক চার মিনিট পরেই আসে তৃতীয় গোল। হেনরিকের শট বারে লেগে প্রতিহত হওয়ার পর সহজ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ব্রুনো গুইমারেস। কার্যত নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের জয়। ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে এস্তেভাওকে।(FIFA World Cup Qualifiers)




