লখনউ: সুবিচার পেতে থানায় গিয়ে হয়রানি! পুলিশি হেনস্থার শিকার বাংলার তরুণী! যোগীরাজ্যের(Uttar Pradesh) এই হেনস্থার কথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালকে জানান ওই তরুণী। ঘটনায় হস্তক্ষেপের কথা বলে কেন্দ্রীয় মন্ত্রী চিঠি লেখেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
যোগীরাজ্যে থাকতেন বাংলার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা ওই তরুণী। সম্প্রতি সমস্যায় পড়ে বিচারের আশায় উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের কাটকা থানার দ্বারস্থ হন তিনি। এরপরেই হয়রানির শিকার হতে হয় তাকে।

তরুণীর অভিযোগ, এফআইআর নথিভুক্ত করা হয়নি। উলটে কাটকা থানার এক আধিকারিক তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর জেলায় পুলিশ সুপার থেকে শুরু মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হলেও সহযোগিতা মেলেনি বলেই দাবি তরুণীর। এরপর বাধ্য হয়ে সুবিচার পেতে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন তরুণী।(Uttar Pradesh)
এরপর কেন্দ্রীয় মন্ত্রী তরুণী থেকে সমস্ত বিষয়টি জানার পরে চিঠি লিখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনার জেরে ফের একবার যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন সেখানে বিজেপিশাসিত রাজ্যে এ যেন নারীর অসম্মান কেন! এই প্রশ্নই তুলছে ওয়াকিবাহার মহল।




