প্রতিবেদন : বর্ণবৈষম্যের কালো ছায়া থেকে এখনও মুক্ত হতে পারেনি ফুটবলবিশ্ব। ম্যাচ চলাকালীন বারবার দর্শকদের বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়েছেন ফুটবলাররা। এবার আর্জেন্টিনা-সহ ছয় দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা।(FIFA )সমর্থকদের বর্ণবৈষম্যমূলক আচরণের দায়ে তাদের উপর নেমে এসেছে শাস্তির কোপ। ছয়টি দেশই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে গত জুন মাসে। আর্জেন্টিনা ছাড়া শাস্তিপ্রাপ্ত বাকি পাঁচটি দেশ যথাক্রমে আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, বসনিয়া-হার্জেগোভিনা এবং সার্বিয়া।
উক্ত ৬ দেশের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা গুনতে হবে আলবেনিয়ার। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ ছিল তাদের। ফিফা(FIFA )বলেছে, ওই ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন গোলযোগ হয়েছিল। ফিফার অভিযোগ, এতে ‘ক্রীড়াক্ষেত্রে অনুপযুক্ত বার্তা’ পৌঁছেছে। সেই কারণেই আলবেনিয়ান ফেডারেশনকে সবচেয়ে বেশি ১৬১,৫০০ সুইস ফ্রাঙ্ক বা ২ লক্ষ ডলার জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭৬ লক্ষ টাকারও বেশি।

সার্বিয়া ও আলবেনিয়ার রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন রয়েছে। যার প্রভাব পড়েছিল দুই দেশের মধ্যে ফুটবলেও। ২০১৪ সালে বেলগ্রেডে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ড্রোনের মাধ্যমে ‘গ্রেটার আলবেনিয়া’ লেখা একটি পতাকা ফেলা হয়েছিল। সেই ম্যাচ বাতিল হয়। মাঠে দর্শক হামলারও ঘটনা ঘটে। এমনকী বেশ কয়েকজন আলবেনিয়ান ফুটবলারও এতে আক্রান্ত হয়েছিলেন। আগামী ১১ অক্টোবর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
গত ১০ জুন বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে বৈষম্য বা বর্ণবাদের অভিযোগে আলবিসেলেস্তেদের ১২০,০০০ সুইস ফ্রাঙ্ক বা ১ লক্ষ ৪৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এত বড় অঙ্কের জরিমানা বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে ফিফার দৃঢ় মনোভাবের প্রতিফলন বলেই মনে করছে ফুটবলমহল।
পাশাপাশি, গত ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে পরাস্ত হয় চিলি। ম্যাচটিতে একই অভিযোগে চিলির ফুটবল ফেডারেশনকে ১,১৫,০০০ সুইস ফ্রাঙ্ক বা ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ৬ জুন মুখোমুখি হয়েছিল পেরুর বিপক্ষে খেলা কলম্বিয়াকে ৭০,০০০ সুইস ফ্রাঙ্ক বা ৮৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ১০ জুন অ্যান্ডোরার প্রতিপক্ষ সার্বিয়াকে ৫০,০০০ সুইস ফ্রাঙ্ক বা ৬২ হাজার ডলার, সান মেরিনোর বিপক্ষে নামা বসনিয়া-হার্জেগোভিনাকে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধের জন্য ২১,০০০ সুইস ফ্রাঙ্ক ২৬ হাজার ডলার জরিমানা দিতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটিই মূল লক্ষ্য বিশ্বফুটবলের নিয়ামক সংস্থার।




