কলকাতা : বৃহস্পতিবার বাঙালি হেনস্তা ইস্যুতে উত্তাল হয়ে উঠল বিধানসভা। বিশেষ অধিবেশনে বেনজির বিশৃঙ্খলার সৃষ্টি করলেন বিজেপি বিধায়করা। অশান্তির মাঝে নরেন্দ্র মোদীকেই ‘চোর’ বলে ফেললেন খোদ বিজেপি বিধায়করা, এমনই দাবি মুখ্যমন্ত্রীর। তাঁদের এই কথা বলতে বারণ করলেন তিনি। ধিক্কার জানিয়ে বলেন, “লজ্জা করে না, নিজেদের নেতাকে চোর বলছেন!”
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরে বিজেপি বিধায়করা চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে শুরু হয় হট্টগোল। দীর্ঘক্ষণ হট্টগোলের পর শংকর ঘোষকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে বের করে দেওয়া হয় তাঁকে। এরপর সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পলকেও।
এহেন অশান্তির মাঝেই বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। বলেন, “মোদী চোর। বিজেপি চোর। ভোট চোরের দল তোমরা। তোমরা মানুষকে অত্যাচারের দল। লুটেরার দল। দেশের পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। তোমাদের জিরো করে দেব। দেশ বিক্রি করে দিয়েছ, লজ্জা করে না। আগে যারা তৃণমূল করত তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে। আমায় কিছু বলতে হবে না, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। এরা অগণতান্ত্রিক একটা দল।”

এরপর বিজেপি বিধায়করা মোদীকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেয় বলে অভিযোগ। মমতার কথায়, “আপনারা চোর, চোর বলতে বলতে মোদী চোর বলে ফেলছেন। এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লজ্জা করে না, নিজেদের নেতাকে চোর বলছেন!” মমতা বলেন, “সব হারবে। আর হেরে গেলে ওই হাততালিটা আপনার প্রতিবেশী, স্ত্রী, ছেলেমেয়েরা আপনাদের দেবে।”




