কানপুর : সমীক্ষার কাজে এসেছিলেন তাঁরা। ক্যামেরা, নানা যন্ত্রপাতি লাগানো গাড়ি নিয়ে ঢুকেছিলেন। আর গুগলের সেই কর্মীদের(Google Employees) চোর সন্দেহে বেধড়ক মারধর করা হল! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।
সূত্র মারফত জানা গিয়েছে, গুগল ম্যাপের একটি সমীক্ষা চলছিল কানপুরের একটি গ্রামে। গ্রাম প্রশাসন বা পুলিশকে এই সমীক্ষা সম্পর্কে না জানিয়ে বৃহস্পতিবার রাতে এই সমীক্ষার কাজ শুরু করেন গুগল সংস্থার কর্মীরা(Google Employees) গভীর রাতে গ্রামে গাড়ি নিয়ে ঢোকেন তাঁরা। গাড়িতে নানা লাগানো ছিল নানারকম যন্ত্রপাতি, ক্যামেরা।
গভীর রাতে এরকম একটা গাড়ি ঢুকতে দেখে সন্দেহ হয় গ্রাম পাহারায় থাকা এক দল লোকের। সঙ্গে সঙ্গে তাঁরা গাড়িটির পিছু নেন। গাড়িটি গ্রামের রাস্তা ধরে কিছুটা এগোতেই গ্রামের আরও লোক পথ আটকে দাঁড়ান। কেন গাড়ি আটকানো হচ্ছে, তা নিয়ে বাদানুবাদ শুরু হয়ে যায়। তাঁরা কেন এসেছেন, কী করবেন, এ সব কথা গ্রামবাসীদের বোঝানোর আগেই চোর সন্দেহে গ্রামবাসীরা ওই কর্মীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন।




