কানপুর : শিকেয় নিরাপত্তা! সরকারি হাসপাতালের মধ্যেই চুরি হয়ে গেল ডাক্তারের আইফোন!(Threft) রোগী সেজে, একপ্রকার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালে ঢুকে ডাক্তারের কোট থেকে একটি আইফোন তুলে নিলেন এক ব্যক্তি। এরপর অনায়াসেই হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তিনি। উত্তর প্রদেশের কানপুরের হ্যালেট হাসপাতালের এই ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয়েছে।
গত ২০শে আগস্ট, মোহাম্মদ ফয়েজ নামে এক ব্যক্তি নিজেকে প্রতিবন্ধী বলে চিকিৎসার জন্য কানপুরের হ্যালেট হাসপাতালে ঢোকেন। কিন্তু চোখের পলকে একজন জুনিয়র ডাক্তারের মোবাইল ফোন চুরি করেন তিনি।(Threft )ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
উক্ত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শার্ট এবং শর্টস পরে বাঁ হাতে হাঁটার লাঠি এবং ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের লবিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন এক ব্যক্তি। দুজন ডাক্তারকে পার করে তিনি তাঁর ডান হাত দিয়ে একজন ডাক্তারের কোটের পকেট থেকে তাঁর মোবাইল ফোনটি তুলে নেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার আগে মোবাইল ফোনটি তিনি নিজের পকেটে রাখেন বলেও দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন বলেই জানা গিয়েছে। সরকারি হাসপাতালে এভাবে ডাক্তারদের নিরাপত্তার নিয়ে সংশয় তৈরি হয়েছে। খোদ ডাক্তারদের সাথেই যদি এহেন ঘটনা ঘটে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নিরাপত্তারক্ষীরাই বা সেই সময়ে কোথায় ছিলেন? প্রশ্নের মুখে যোগী সরকার।