প্রতিবেদন : ফিরে এলেন স্বমহিমায়। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন মীরাবাই চানু।(Mirabai Chanu)মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪+১০৯ কেজি) ওজন তুলে শীর্ষ স্থান অর্জন করেছেন ভারতীয় ভারোত্তোলক।
গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী চানু।(Mirabai Chanu)কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তাঁর। আর সেই প্রত্যাবর্তনকে সোনা জয়ের সঙ্গে স্মরণীয় করে রাখলেন তিনি। যদিও ছ’টির মধ্যে মাত্র তিনটি সফলভাবে লিফট করতে সক্ষম হন চানু। ৮৪ কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি। ডান হাঁটুতে অস্বস্তির লক্ষণও দেখা যায়। যদিও ধীরে ধীরে ম্যাচে ফেরেন তিনি।
আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪৯ কেজির বদলে ৪৮ কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন চানু। ৪৮ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং দু’টি কমনওয়েলথ গেমস পদক জিতেছেন। তবে ২০১৮ সালের পর প্রথমবার এই ওজন বিভাগে নামলেন টোকিও অলিম্পিকে রুপোর পদকজয়ী ভারোত্তোলক। মালয়েশিয়ার আইরিন হেনরি রুপোর পদক জিতেছেন। তিনি ১৬১ কেজি (৭৩+৮৮ কেজি) ভার তোলেন। ব্রোঞ্জ জেতেন ওয়েলসের নিকোল রবার্টস।