কলকাতা: বুধবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল(Amendment Bill) পেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সেই বিল নিয়েই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। এবার এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিল পেশ করে রাজ্যের সরকারগুলিকে ফেলে দেওয়া ও গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা চলছে। এমনই দাবি করেছেন অভিষেক।
Read More: ফের কলকাতা মেট্রোর টানেলে জল! আংশিকভাবে ব্যাহত পরিষেবা, ভোগান্তি যাত্রীদের
এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সাংবিধানিক দায়িত্ব পালন করার বদলে কেন্দ্রের সরকার শুধুই ক্ষমতা আর সম্পদে আগ্রহী। আমরা এই কঠোর সংবিধান সংশোধনী বিলে(Amendment Bill) আপত্তি জানাচ্ছি। কৃষক কিংবা দরিদ্র মানুষের জন্য কাজ না করে সরকার এই বিল আনছে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, এসআইআর বাস্তবায়নে নির্বাচন কমিশনকে অপব্যবহারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য ইডি-কে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি। এই বিল পেশ করে রাজ্যের সরকারগুলিকে ফেলে দেওয়া ও গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পাশাপাশি, এক্স মাধ্যমের পোস্টে অভিষেক লেখেন, ‘বিরোধীদের সমর্থন থাকা সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীর চাইতে পারছে না বিজেপি সরকার।’ শুধু তাই নয়, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিজেপি দেশের সংবিধানকে নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958104263005294992
সংসদের এই বিতর্কিত বিলে বলা হয়েছে, গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেফতার কিংবা আটক করা হলে, টানা ৩০ দিন বন্দিও থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রীকে পদ থেকে সরে যেতে হবে। এটি হবে ১৩০তম সংবিধান সংশোধনী বিল। বিলে এই প্রস্তাবও দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের পদ ফিরে পেতে পারেন। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।