কলকাতা : সোমবারই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)দিল্লিতে সংসদীয় কাজকর্ম সামলে ফের নতুন করে সংগঠনে নজর দিচ্ছেন তিনি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক কেন্দ্র ও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।
Read More: পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ‘শ্রমশ্রী’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, থাকছে একাধিক সুবিধা
গত ২০২১-এর বিধানসভা ভোটে তমলুকে তৃণমূল ও বিজেপি শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ২০২৪-এ তমলুক লোকসভা আসনটি জেতে বিজেপি। এর মধ্যে বিধানসভায় বেশ কিছু কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। বাকিগুলির মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্র নিয়ে নানা ইস্যুতে দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, দাবিদাওয়া সামনে এসেছিল। তার ভিত্তিতে মূলত পারফরম্যান্স সামনে রেখে বৈঠকে বার্তা দিতে পারেন অভিষেক।(Abhishek Banerjee)
Link: https://x.com/ekhonkhobor18/status/1957494161005019422?t=hLd4k-aFWwVuDutXA_aLSw&s=19
পাশাপাশি, বারাসতের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়েও অভিষেক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। বারাসত বিধানসভা ও পুরসভা এলাকাকে কেন্দ্র করে ইতিমধ্যে নাগরিক পরিষেবা নিয়ে নানা অভাব-অভিযোগ দলীয় নেতৃত্বের কানে গিয়েছে। ছাব্বিশের ভোটের আগে সেসব দ্রুত মিটিয়ে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে এক দলীয় সূত্র।