প্রতিবেদন : মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল বিজেপিশাসিত অসমের বামুনিগাঁও। যার জেরে আর এক প্রশ্নের মুখে পড়ল ভারতীয় রেলের(Indian Railways) ভূমিকা। সোমবার সাতসকালে বামুনিগাঁও স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩ মহিলার। জানা গিয়েছে, মৃত তিন মহিলার নাম রুমি দাস (৫৫), করবী মালু (৬০) এবং উত্তরা দাস (৬০)। নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোতেন তাঁরা। সোমবার ভোরেও হাঁটতে বেরিয়েছিলেন। ট্রেন লাইন পেরোনোর সময়ই দুর্ঘটনা ঘটে।
Read More: নিউইয়র্ক টাইমসের শিরোনামে বাংলাভাষীদের উপর হেনস্থার ঘটনা! বিশ্বের দরবারে সমালোচিত বিজেপি সরকার
স্থানীয় বাসিন্দারের কথায়, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই এলাকায় রেলপথে দু’টি ট্রেন চলাচল করে। একটি উজানিমুখা-পুরী এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ওই তিন মহিলা ট্রেনের হর্ন শুনে লাইন পরিবর্তন করেন। তখনই অন্যদিক থেকে আসা গুয়াহাটিগামী পুরী এক্সপ্রেস ধাক্কা মারে তাঁদের। স্থানীয়দের অভিযোগ, পুরী এক্সপ্রেস পূর্ণ গতিতে চলছিল, ফলে সেটি নাকি হর্ন দেয়নি। এই কারণেই মহিলারা বুঝতেই পারেননি, যে আরেকটি ট্রেন আসছিল পিছন দিক থেকে!
Link: https://x.com/ekhonkhobor18/status/1957439995951923241
ইতিমধ্যেই স্থানীয়রা দ্রুত এলাকায় সুরক্ষা ব্যবস্থা ও সচেতনতা প্রচারের দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে আর এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে।দুর্ঘটনার পর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ(Indian Railways) জনগণকে অনুরোধ করেছে, কেউ যেন রেললাইন সংলগ্ন স্থানে না যায় বা রেলগেট ছাড়া অন্য কোথাও রেললাইন পারাপার না করেন।