কলকাতা: ১৫ বছর চালু থাকার পরে আপ লাইনের ৪টি পিলারে ফাটল দেখা দিল কবি সুভাষ মেট্রোতে। জানা যাচ্ছে, ভাঙা হবে কবি সুভাষ মেট্রোস্টেশনের আপ প্ল্যাটফর্ম। আশঙ্কা করা হচ্ছে, টানা এক বছর বন্ধ রাখা হতে পারে এই মেট্রোস্টেশন। ১০ কোটি টাকা খরচে তৈরি করা হবে স্টেশনটি।
আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কিন্তু কবে থেকে ফের কবি সুভাষ থেকে মেট্রো চলবে? তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটছে না।
২০১০ থেকে চালু হওয়া এই মেট্রোস্টেশনের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে, সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই। তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রোর এক আধিকারিকের কথায়, “এই ধরনের ফাটল তো একদিনে হয়নি। কিন্তু বিষয়টির গুরুত্ব হয়তো সঠিক সময়ে আন্দাজ করতে পারেনি কর্তৃপক্ষ।”