প্রতিবেদন : দেশের অন্যতম ‘ডবল ইঞ্জিন’ রাজ্য বিহারে ফের ফুটে উঠল নারী সুরক্ষার দুর্বিষহ চিত্র। চলন্ত অ্যাম্বুল্যান্সে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও পুলিশ তা প্রকাশ্যে এনেছে শনিবার।
সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু পরীক্ষাকেন্দ্রে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সে চার যুবক তরুণীকে গণধর্ষণ করেন। এরপরই শুক্রবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের দু’ঘণ্টার মধ্যেই অ্যাম্বুল্যান্সের চালক এবং এক টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়।

ধৃতরা হল বিনয় কুমার এবং অজিত কুমার। বিনয় গয়া জেলার বাসিন্দা। অজিতের বাড়ি নালন্দা জেলায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের এক আধিকারিক আনন্দ কুমার বলেন, “ঘটনাটি প্রকাশ্যে আসার পরই একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। দু’ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার তদন্ত করছি।”
উল্লেখ্য, গত কিছুদিনে দেশের বিজেপি ও বিজেপি জোটশাসিত রাজ্যগুলিতে ঘটে গিয়েছে একাধিক ধর্ষণের ঘটনা। বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থা। কাঠগড়ায় গেরুয়া শিবির। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।




