কলকাতা: কয়েকদিন ধরেই বৃষ্টির দেখা নেই। বর্ষাকাল হলেও রোদের দেখা মিলছে। তবে খুব শীঘ্রই বদলাবে আবহাওয়া। চলতি সপ্তাহেই ফের নিম্নচাপ। আসছে জোড়া নিম্নচাপ, আর তার জেরে মধ্যভাগ থেকে আবারও বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
জোড়া নিম্নচাপের ফলে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সপ্তাহান্তেও এমনই থাকবে আবহাওয়া, বলছে হাওয়া অফিস। ২৬ জুলাই পর্যন্ত ভাসতে পারে দক্ষিণবঙ্গ। এর মধ্যে নতুন করে বন্যার আশঙ্কাও থাকছে।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার শুধুমাত্র উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরদিন অর্থাৎ ২৪ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। শুক্রবার, ২৫ জুলাই পশ্চিমের জেলাগুলিও ভাসতে পারে ভারী বৃষ্টিতে।
পাশাপাশি, উত্তরবঙ্গেও আপাতত ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তরাই-ডুয়ার্স এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।




