কলকাতা : এবার পর্যটকদের সুবিধার্থে অভিনব পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই প্রথম সারির হেরিটেজ ভবনের গাইডবুক প্রকাশ করা হয়েছে। আরও একধাপ এগিয়ে হেরিটেজ ভবন বা নির্মাণের গায়ে কিউআর কোড দেওয়া হবে। তাতে স্ক্যান করলে সমস্ত তথ্য জানতে পারবেন পর্যটকরা। শুক্রবার পুর অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে’র এক প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন বিভাগীয় মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। তিনি বলেন, পুর তথ্য অনুযায়ী প্রথম সারির হেরিটেজ ভবন বা নির্মাণ রয়েছে ৭১১টি। দ্বিতীয় সারির হেরিটেজ ভবনের সংখ্যা ১,৩৯২টি।
পুর হেরিটেজ বিভাগ সূত্রে খবর, প্রথম দফায় ৭১১টি ভবন বা নির্মাণ তালিকাভুক্ত করা হয়েছে। এই পর্যটকদের সুবিধার্থে বাড়িগুলিতে কিউআর কোড বসানো হবে। মেয়র পারিষদ জানিয়েছেন, কিউআর কোড ক্লিক করলেই ওই ভবন সম্পর্কে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে পাওয়া যাবে। ফলে কলকাতার ইতিহাস সম্পর্কে দ্রুত অবহিত হতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এক বিভাগীয় আধিকারিকের কথায়, রাইটার্স বিল্ডিং বা কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন প্রথম সারির হেরিটেজ ভবন। দুই ভবনের গায়ে কিউআর কোড বসানোর কাজ চলছে।

কাজ সম্পূর্ণ হলে দুই ঐতিহ্যশালী ভবন কবে তৈরি হয়েছিল, কোন ধরনের স্থাপত্য রীতি মেনে তৈরি হয়েছে, কবে নির্মাণের কাজ শেষ হয়েছে, এসব খুঁটিনাটি সমস্ত তথ্য জানা যাবে। পাশাপাশি জানা গিয়েছে, কিউআর কোড বসানোর জন্য উন্নতমানের তথ্যপ্রযুক্তির সাহায্য নিচ্ছে পুরসভা। ধাপে ধাপে শহরের সমস্ত হেরিটেজ ভবনেই এই প্রক্রিয়ায় কিউআর কোড বসানো হবে।




