লাহোর: প্রায় ২০ বছর ধরে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছে বালোচরা। এবার বালোচরা বড়সড় অভিযান শুরু করেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বালোচিস্তানের সারধাকা অঞ্চলে যাত্রীদের অপহরণ করে তাদের খুন করার অভিযোগ উঠল বিদ্রোহীদের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, আই কার্ড দেখে পরীক্ষা করা হয় অপহৃত ব্যক্তিরা পাকিস্তানি কিনা। এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের।
জানা যাচ্ছে, দুষ্কৃতীরা সুর-ডাকাই অঞ্চলে দু’টি বাস অপহরণ করে। রাস্তা অবরোধ করে বাসগুলি দাঁড় করিয়ে তারপর বন্দুক দেখিয়ে দশজনকে বাস থেকে নামিয়ে আনা হয়। তার আগে সকলের আই কার্ড দেখে জেনে নেওয়া হয় তাঁরা পাকিস্তানি কিনা। বিশেষত পাক পাঞ্জাব প্রদেশের বাসিন্দা কিনা।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আলাদা করে পাক পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের নিশানা করা হয়েছে। ওই বাসটি লক্ষ্য করে লাগাতার গুলি চালানো হয় যাতে কেউ পালাতে না পারে।
আবার, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একসঙ্গে চার জেলার বিভিন্ন এলাকায় ১৭টি হামলা হয়েছে। তার মধ্যেই অন্যতম বাসে হামলার ঘটনাটি। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দাবি করেছেন, যা পরিস্থিতি সেটা গৃহযুদ্ধের।