প্রতিবেদন : অভাবনীয় বর্বরতার সাক্ষী রইল বিজেপিশাসিত ওড়িশা। দেখা গেল, গরু বা বলদের মতো করে দুই যুবক-যুবতীকে কাঁধে জোয়াল তুলে দিয়ে হাল চাষ করানো হচ্ছে! তাঁদের পিছনে ছড়ি নিয়ে তাড়া করছে কয়েকজন! হাল চাষের সময় গরু-বলদকে যেমন মারধর করা হয়ে থাকে, সেভাবেই আঘাত করা হচ্ছে তাঁদের। তাই দেখে হাততালি দিচ্ছে, হাসাহাসি করছে প্রত্যেকে!
ঘটনাটি ওড়িশার রায়গড়া জেলার। দূরসম্পর্কের দুই আত্মীয় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় তাঁদের এই ভাবেই শাস্তি দিল গ্রামবাসীরা। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। স্থানীয় সূত্রে খবর, রায়গড়ার কাঞ্জামাঝিরা গ্রামের বাসিন্দা দুই যুবক-যুবতী বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। সম্প্রতি তাঁরা বিয়ে করেন। তাতে তাঁদের পরিবারের প্রতিক্রিয়া জানা যায়নি। কিন্তু বিয়ের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। তাঁদের দাবি, গর্হিত কাজ করেছেন ওই দু’জন। কারণ, যুবতী যাঁকে ভালবেসে বিয়ে করেছেন, সেই যুবক তাঁর দূরসম্পর্কের জেঠতুতো দাদা। সেই ‘অপরাধ’-এই নবদম্পতিকে ঘর থেকে বার করে নিয়ে আসা হয় ধানের খেতে। তাঁদের ঘাড়ে জোয়াল তুলে দেওয়া হয়। লাঙল করতে বলা হয় নবদম্পতিকে দিয়ে।
এখানেই শেষ নয়। স্বামী-স্ত্রী যখন হাল টানছেন, তখন পিছন থেকে তাঁদের ছড়ি দিয়ে মারতে দেখা যায় কয়েক জনকে। এরপর দম্পতিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি মন্দিরে। গ্রামবাসীরা নিদান দেয়, এই বিয়ে করে যে পাপ করেছেন যুগল, তার প্রায়শ্চিত্ত করার জন্য তাঁদের অনেক কিছুই সইতে হবে। দু’জনের ‘শুদ্ধিকরণ’ হয় মন্দিরে।