শীতলকুচি : প্রবল গণবিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। গত ৪ বছরে নাকি এলাকায় তাঁর টিকির দেখাও মেলেনি! করেননি উন্নয়নের কাজ। এমনকী ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম সইও করেননি! অভিযোগে শীতলকুচির পদ্ম বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। যা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল কোচবিহারের গোঁসাইহাটে।
বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উপলক্ষে গোঁসাইহাট বাজারের কালীমন্দিরে পুজো দিতে যান বরেনচন্দ্র বর্মন। সেই সময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। তাঁর নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক।
স্বাভাবিকভাবেই ঘটনার পর থেকে থমথমে সারা এলাকা। যাতে নতুন করে আর কোনও উত্তেজনা তৈরি না হয়, তাই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এর সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় বলেই দাবি করেছেন জেলা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “গত ৪ বছরে কোনও কাজ করেননি। বিধায়কের দেখা পাননি স্থানীয়রা। এলাকায় উন্নয়নমূলক কাজ, স্কলারশিপের ফর্ম সইয়ের জন্য পাওয়া যায় না। তাই মানুষ বীতশ্রদ্ধ। মানুষ প্রশ্ন করেছেন, এতদিন কোথায় ছিলেন? এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয়। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন”, সাফ জানান তিনি।