আলিপুরদুয়ার : চা-শ্রমিকদের মুখে ফের হাসি ফোটাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্যের উদ্যোগে খুলল আরও একটি চা-বাগান। এক মাসের মাথায় মঙ্গলবার ফের খুলে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বন্ধ হয়ে যাওয়া তুরতুরি চা-বাগান। সোমবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় এক ত্রিপাক্ষিক বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
জুলাইয়ে শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে ওই চা-বাগানে লক-আউটের নোটিশ ঝুলিয়ে চলে গিয়েছিল মালিক পক্ষ। চায়ের ভরা মরশুমে এইভাবে বাগান বন্ধ করে মালিক পক্ষের চলে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল চা-বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তাঁদের বক্তব্য ছিল, চায়ের ভরা মরশুমে মালিক পক্ষ শ্রমিকদের নিয়মিতভাবে মজুরি দিচ্ছিল না। তারা এই বিষয়ে জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেবার অনুরোধ জানিয়েছিল। এদিনের বৈঠকে মঙ্গলবার বাগান খোলার দিন যেমন নির্ধারণ হয়, তেমনি সোমবারই শ্রমিকদের বকেয়া টাকার একটা অংশ মালিক পক্ষ অনলাইনে মিটিয়েও দেয়। পাশাপাশি এদিনের মিটিংয়ে বাকি বকেয়া টাকাও দ্রুত মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে মালিক পক্ষের তরফে।
স্বাভাবিকভাবেই খুশি চা-বাগানের ৫০১ জন শ্রমিক। এদিনের বৈঠক শেষে জেলার ডেপুটি লেবার কমিশনার গোপাল বিশ্বাস জানান, মঙ্গলবার খুলছে তুরতুরি চা-বাগান। এই বিষয়ে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরা ওঁরাও জানান, “বাগান বন্ধ হবার পর থেকেই আমরা সেটি খোলার জন্য সংশ্লিষ্ট দফতরে অনুরোধ করেছিলাম, রাজ্যের উদ্যোগে বাগান খুলে যাওয়ায় আমরা খুশি, শ্রমিকরাও খুশি। বাগানটি আবার চেনা ছন্দে ফিরছেন। কাজে ফিরবেন শ্রমিকেরা।”