শিলিগুড়: শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার একমাত্র প্রধান যোগাযোগের পথই হল ১০ নম্বর জাতীয় সড়ক। এবার ধসের কারণে বিপর্যস্ত এই যোগসূত্র। পুরো বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এই সড়ক বন্ধ থাকায় স্থানীয়রা সহ পর্যটকরাও সমস্যায় পড়েছেন।
ধসের ফলে পাহাড় থেকে নেমে আসা বড় বড় পাথরের চাঁই ছড়িয়ে আছে রাস্তার উপর। সেগুলি সরাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মেশিন। পাথর ভেঙে টুকরো করে সেগুলি রাস্তা থেকে সরানোর কাজ চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মতে, এই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। শুধু তা-ই নয়, পাহাড় বেয়ে যে পাথর নেমে আসছে রাস্তার উপর, তা কী ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।
শুধু স্থানীয়েদের জন্য নয়, পর্যটক এবং সেনাবাহিনীর কাছেও এই ১০ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক ছাড়া সরাসরি কোনও বিকল্প রাস্তা নেই। ফলে ঘুরপথে গন্তব্যে পৌঁছোতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আপাতত সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে প্রয়োজনে সেই সময়সীমা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, সোমবার সেবকের করোনেশন সেতুর কাছে আচমকাই ধস নামে। সেই ধস সরিয়ে সোমবার সাময়িক ভাবে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হয়েছিল। কিন্তু বিশেষ সুবিধা হয়নি। ফলে মঙ্গলবার সকালে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হল সিকিমের এই ১০ নম্বর জাতীয় সড়ক।