কলকাতা : শনিবার উলটোরথ। এদিন মাসির বাড়ি থেকে নিজগৃহে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। কলকাতার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে উলটোরথ। যার জেরে রাস্তায় যানজটের সম্ভাবনা রয়েছে। দুপুর ১টায় আউটরাম রোড থেকে বেরিয়েছে শোভাযাত্রা। যা জওহরলাল নেহরু, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড ধরে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে এগোবে। তারপর শেক্সপিয়র সরণি হয়ে হাঙ্গারফোর্ড রোডে পৌঁছবে রথটি।
পাশাপাশি, দুপুর তিনটেয় হরিসভা স্ট্রিট থেকে রথ বেরিয়েছে। তা যাবে রামগোপাল স্ট্রিট, হেমচন্দ্র স্ট্রিট হয়ে দেব রোডে। একই সময় দিলারজাং রোড থেকে রথ বেরিয়ে টালা ব্রিজ হয়ে বি টি রোড থেকে বাগবাজার যাবে। সেখান থেকে যাবে কাশীপুর রোডে। বিকেল চারটেয় বিধান সরণি হয়ে হাতিবাগান, খান্না, অরবিন্দ সরণি ধরে যাবে রথযাত্রা। আর জি কর রোড, বেলগাছিয়া রোড, পাইকপাড়া মোড় হয়ে আর এম রোডে পৌঁছবে রথ। অফিস ছুটির সময় এই রাস্তাগুলিতে নিয়ন্ত্রিত হতে পারে যান চলাচল।
অন্যদিকে, একই সময় দক্ষিণ কলকাতার মহারাজা স্ট্যাগর রোড থেকে একটি শোভাযাত্রা বাবুবাগান লেন, ঢাকুরিয়া পোস্ট অফিস, গড়িয়াহাট রোড সাউথ হয়ে যোধপুর পার্কে পৌঁছবে। আরেকটি রথযাত্রা মারর্সডেন স্ট্রিট থেকে রফি আহমেদ কিদওয়াই রোড, এলিয়েট রোড হয়ে পৌঁছে যাবে ওয়েলেসলি স্কোয়ারে।
বিকেল সাড়ে চারটেয় ডায়মন্ড হারবার রোড থেকে রথ বেরিয়ে শিলপাড়া, শখেরবাজার হয়ে বেহালার চৌরাস্তায় পৌঁছবে। রাত পৌনে ন’টা নাগাদ এস পি মুখার্জি রোড হয়ে দেশপ্রাণ শাসমল রোডে পৌঁছে যাবে রথ।