প্রতিবেদন : বাংলায় আর জি কর কাণ্ডের পর থেকেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছিল বিজেপি। দিনের পর দিন কুৎসা, অপপ্রচার, ভুয়ো খবর প্রকাশ চালিয়ে গিয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা। অথচ দেশের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে যখন একের পর এক ঘটে চলেছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা, তখন তাঁদের মুখে কুলুপ। এবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশে হাসপাতালের ভিতরেই কর্তব্যরত এক নার্সকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল! ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সারা রাজ্যজুড়ে। সংশয়ের মুখে হাসপাতালের নিরাপত্তা।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার একটি হাসপাতালে। মৃত নার্সের নাম সন্ধ্যা চৌধরি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা ওই হাসপাতালে ট্রেনি নার্স হিসাবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবারও হাসপাতালে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে এক যুবকের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয়।

এর কিছুক্ষণ পরই ওই যুবক পকেট থেকে একটি ধারাল ছুরি বার করে এলোপাথাড়িভাবে কোপাতে থাকেন সন্ধ্যাকে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সন্ধ্যা। এরপরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। সন্ধ্যার আর্তনাদ শুনে সেখানে ছুটে আসেন আরও লোকজন। তড়িঘড়ি তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়। ভর্তির কিছুক্ষণ পর হাসপাতালেই সন্ধ্যার মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে যুবতীকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর স্বাভাবিকভাবেই কাঠগড়ায় সে রাজ্যের সরকার। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছ একাধিক মহল।




