কলকাতা: ফের বিপাকে পড়তে হল মেট্রোর যাত্রীদের। সপ্তাহান্তে বিভ্রাট কলকাতা মেট্রোয়। শনিবার দুপুরে মেট্রোয় গোলযোগের জেরে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছে।
দুপুর ৩টে ২০ মিনিটে কালীঘাটে ঢোকা মেট্রোর একজন যাত্রী জানিয়েছেন, ‘মেট্রো ঢোকার পর থেকে প্রায় মিনিট ২০ ধরে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত মেট্রো ছাড়তে দেরি হবে।’ জানা যাচ্ছে, এই মেট্রোর পিছনে থাকা ট্রেনগুলিও পর পর দাঁড়িয়ে পড়েছে। গোলযোগের জেরে বিপাকে পড়তে হয়েছে মেট্রোযাত্রীদের।

যান্ত্রিক ত্রুটির কারণে থমকে মেট্রো। শনিবার দুপুর ৩টে ৩২ মিনিট নাগাদ মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে সেই যান্ত্রিক ত্রুটি ঠিক কী, সে বিষয়ে তাঁরাও এখনও নিশ্চিত নন। অনেক অফিসই শনিবারে অর্ধদিবস কাজ হয়। ফলে অফিসফেরত বিপদে পড়েছেন নিত্যযাত্রীরা। মেট্রো বন্ধের কারণে বিপাকে পড়েছেন সেই সমস্ত অফিসফেরত ও সাধারণ যাত্রীরা।