প্রতিবেদন : চিকিৎসাব্যবস্থার চূড়ান্ত গাফিলতির চিত্র ধরা পড়ল বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রে। সে রাজ্যে এক সরকারি হাসপাতালে মেডিক্যাল জেলির বদলে প্রসূতির পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগিয়ে দিলেন নার্স! ফলস্বরূপ তলপেটের চামড়া পুড়ে গেল ওই মহিলার। ওই অবস্থাতেই সন্তান প্রসব করলেন তিনি। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সে রাজ্যে। প্রশ্নের মুখে স্বাস্থ্য-পরিকাঠামো।
অতিসম্প্রতিই মহারাষ্ট্রের খাপারখেদা গ্রামের বাসিন্দা শালা ভালেরাও প্রসব যন্ত্রণা নিয়ে ভোকারডানেকর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার প্রসব করানোর জন্য তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই পেটের ওপরে মেডিক্যাল জেলি দেওয়ার পরিবর্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডলে দেন নার্স। মুহূর্তের মধ্যে জ্বলে যায় তলপেটের চামড়া। ওই অবস্থাতেই সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর অভিযুক্ত নার্স দাবি করেছেন, ভুল করে মেডিক্যাল জেলির বদলে অ্যাসিড ডলে দিয়েছেন। যে জায়গায় জেলি থাকার কথা ছিল, সেই জায়গায় অ্যাসিডের বোতল থাকার কারণেই নাকি এমন ঘটনা ঘটেছে। মেডিক্যাল জেলি থাকার জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল এল কী করে? ভুল করেই এমন ঘটনা ঘটেছ? না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? উঠছে প্রশ্ন।




