কলকাতা : রাজনৈতিক মহল ও সমাজমাধ্যম জুড়ে উঠেছে হাসির রোল। সাংবাদিক বৈঠকে মাইক্রোফোন হাতে বারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!(Suvendu Adhikari) বললেন, “অভিষেক, অভিষেক, অভিষেক”! এ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Read More: এজবাস্টন টেস্টে নেই বুমরা! বড় চ্যালেঞ্জের মুখোমুখি টিম ইন্ডিয়া
নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। তাতেই দেখা যাচ্ছে সাংবাদিক বৈঠক করতে বসে একটানা অভিষেকের নামজপ করে চলেছেন শুভেন্দু।(Suvendu Adhikari) “কলিযুগে ভগবানের নামজপ করা হয়। কিন্তু বিজেপি নেতা বিশ্বাস করেন আমার নামজপ হয়তো তাঁকে পরিত্রাণের সুযোগ দেবে কিংবা কয়েকটি আসন বাড়ানো যাবে। তবে এটা কখনই বাংলায় হবে না”, ভিডিওটি শেয়ার করে লিখেছেন অভিষেক। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ওই একই ভিডিও শেয়ার করে শুভেন্দুকে খোঁচা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও। তিনি লেখেন, “তার যদি কেটে যায়, নেমে আসে চাপ; গুরু নাম জপ করো, কমে যদি পাপ!”
এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের বড় অংশের মতে, গোষ্ঠীকোন্দল ও দক্ষ সংগঠকের অভাবে একের পর এক নির্বাচনে ভালো ফল করতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। সেই হতাশার শিকার হয়েই হয়তো বিরোধী দলনেতা এহেন অদ্ভুত আচরণ করেছেন। যদি এই বিষয়ে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি গেরুয়া-নেতৃত্বের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938236797739557056